‘আমি ইয়াসমিন বলছি’ দিয়ে আবার সিনেমায় ফিরছেন মিম

Untitled-1-66f8e7ae17f76.jpg

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র, নাটক ও সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন। বেশ কিছু দিন হলো পর্দায় দেখা নেই তার। এবার জানা গেল শুটিংয়ে ফিরেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি শোরুম উদ্বোধন করতে এসে ছিলেন মিম। যেখানে তিনি ফিতা কেটে এই শোরুমের শুভ উদ্বোধন করে বলেন, আমি এখানে প্রথম এসেছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। যেহেতু সামনে বিয়ের মৌসুম চলে আসছে, তাই সবাই কেনাকাটা করবে আশা করছি।

এ সময় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস-১ নম্বরের সহসভাপতি এমএ হান্নান আজাদ উপস্থিত ছিলেন।

এর মধ্যেই বিদ্যা সিনহা মিম ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। খুব দ্রুত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানান তিনি। তবে ছবিটি সাবেক ডিবিপ্রধান হারুন আটকে দিয়েছিল, বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

Share this post

scroll to top