মনের মানুষের সঙ্গে সাগর পাড়ে নুসরাত, তুললেন ঝড়

Untitled-1-66eaa7bbc58b6.jpg

বিনোদন ডেস্ক : আরজি করকাণ্ডের জেরে উত্তপ্ত বাংলা। প্রতিবাদে পথে নেমেছেন টালি তারকারাও। তবে পুজোর আগে সেসব থেকে দূরে ছুটির মুডে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সাগর পারে সবুজে নীল টু-পিসে ঝড় তুললেন।

মনের মানুষের সঙ্গেই সাগর পাড়ে নুসরত। এদিন সমুদ্র সৈকতে বসে স্বাস্থ্যকর পানীয় খেতে দেখা গেল যশকে। তবে একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি তারকা দম্পতি। তিন বছরের শিশু পুত্রকে কি সঙ্গে নিয়ে গেছেন যশরত?

Share this post

scroll to top