এক সিনেমায় দেখা যাবে পাঁচ নায়িকাকে

Untitled-1-66e6941331ce1.jpg

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা হচ্ছে— ‘হাউসফুল’। এই জনপ্রিয়তার কারণে সিনেমাটির কয়েক পর্ব নিয়ে এসেছেন নির্মাতা। এর আগে ‘হাউসফুল’-এর প্রথম পর্ব মুক্তি পায় ২০১০ সালে। সিনেমাটি সুপারহিট হওয়ার পর দুই বছরের মাথায় নির্মাতা নিয়ে আসেন ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। এবার হাউসফুলের নাম এখনো চূড়ান্ত না হলেও হাউসফুল ফাইভ নিয়ে কার্যক্রম শুরু করেছেন নির্মাতা।

যেখানে এক সিনেমাতে থাকবেন তিন নায়ক আর পাঁচ নায়িকা। এর আগে জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে— ইতোমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন— জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা। লন্ডনে ৪৫ দিনের সূচিতে বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে সিনেমাটির। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে।

জানা গেছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। তাই আয়োজনও অনেক বড়। এ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ মনসুখানি। আগামী ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

Share this post

scroll to top