দক্ষিণ আফ্রিকায় জুমায় খুতবা দিলেন কাবার ইমাম

Untitled-1-66e698ff3f7e5.jpg

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার লোডিয়ামের উস সালামে মসজিদে জুমার খুতবা ও ইমামতি করলেন কাবার ইমাম ও খতিব শায়েখ ড. ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানী আদ দাওসারী।

খুতবায় কাবার ইমাম আল্লাহর প্রতি বিশ্বাস এবং শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি আল্লাহর সঙ্গে শরিক করার বিরুদ্ধে সতর্ক করে এটা সবচেয়ে বড় পাপ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচারের আহ্বান জানানোর পাশাপাশি মুসলমানদের অন্য ধর্মের প্রতি অসম্মান এড়ানোর কথা বলেন।

চমৎকার কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী শায়েখ ড. ইয়াসির বিন রশিদের সুনাম রয়েছে। অসাধারণ চেহারা আর বাচনভঙ্গির দরুণ বেশ জনপ্রিয় তিনি।

Share this post

scroll to top