ডেস্ক রিপোর্ট: চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখের নালের ওপর ব্রিজ নির্মাণের কাজ প্রায় দুই বছরেও শেষ হয়নি। ২১ মাসে নির্মাণ হয়েছে মাত্র দুধারের দুটি গার্ডার। এতে নালমুখ বাজারের দক্ষিণাঞ্চলের ২০/২২টি গ্রামের ২০ হাজারের বেশি মানুষের চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে।
মরার উপর খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে গত সপ্তাহের বন্যা। বন্যায় ভেঙে নিয়ে গেছে নালমুখ-রাজারবাজার রাস্তায় অস্থায়ী বাঁশের পুলও।
উপজেলার ঐতিহাসিক নালমুখ বাজারের দক্ষিণ পাশে খোয়াই নদীর নালের ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের শেষের দিকে। ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জে ঠিকাদার মিজানুর রহমান কাজটি শুরু করেন। প্রায় দুবছর গেলেও ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়নি।
এ বিষয়ে সহকারী উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, দুমাস আগে কাজ শুরু হয়েছে। দুটি গার্ডার দ্রুত শেষ হয়েছে। আশা করছি, আগামী দুমাসের মধ্যে কাজ শেষ হবে।