২ বছরে নির্মাণ হয়েছে মাত্র দুই গার্ডার

image-845095-1725052039.jpg

ডেস্ক রিপোর্ট: চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখের নালের ওপর ব্রিজ নির্মাণের কাজ প্রায় দুই বছরেও শেষ হয়নি। ২১ মাসে নির্মাণ হয়েছে মাত্র দুধারের দুটি গার্ডার। এতে নালমুখ বাজারের দক্ষিণাঞ্চলের ২০/২২টি গ্রামের ২০ হাজারের বেশি মানুষের চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে।

মরার উপর খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে গত সপ্তাহের বন্যা। বন্যায় ভেঙে নিয়ে গেছে নালমুখ-রাজারবাজার রাস্তায় অস্থায়ী বাঁশের পুলও।

উপজেলার ঐতিহাসিক নালমুখ বাজারের দক্ষিণ পাশে খোয়াই নদীর নালের ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের শেষের দিকে। ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জে ঠিকাদার মিজানুর রহমান কাজটি শুরু করেন। প্রায় দুবছর গেলেও ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়নি।

এ বিষয়ে সহকারী উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, দুমাস আগে কাজ শুরু হয়েছে। দুটি গার্ডার দ্রুত শেষ হয়েছে। আশা করছি, আগামী দুমাসের মধ্যে কাজ শেষ হবে।

Share this post

scroll to top