জাতিসংঘকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

image-843464-1724747716.jpg

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যেকোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার, আমরা তাদের সাহায্য সহযোগিতা করবো।

উপদেষ্টা বলেন, আমরা তাদের আরেকটি অনুরোধ করেছি, যেন জাতিসংঘ মিশনে আমাদের আরও বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারেন।

Share this post

scroll to top