গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক উদ্দিনের চিরবিদায়

image-842394-1724529313.jpg

ডেস্ক রিপোর্ট: গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক উদ্দিন আহম্মেদ (৬৮) গত শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।

অ্যাডভোকেট রফিক উদ্দিন আহম্মেদ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের গজারিয়া কাঞ্চনপুর এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। ছয় ভাই এক বোনের মধ্যে অ্যাডভোকেট রফিক উদ্দিন আহম্মেদ ছিলেন সবার ছোট। তিনি প্রায় ৪০ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ২০০৪ ও ২০২৪ সালে গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তার এক স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।

শনিবার বিকেলে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share this post

scroll to top