ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে (ডিএনসি) সোমবার শেষবারের মতো ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই ভাষণে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি।
এদিন শিকাগোতে বাইডেনের ভাষণ শুরুর আগে, হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী গাজায় ইসরাইলের যুদ্ধে মার্কিন সমর্থন বন্ধ করার জন্য শিকাগোতে জড়ো হয়। কনভেনশন সেন্টারে ডেলিগেটরা আসার পূর্বে শিকাগো শহরে মিছিল করে ফিলিস্তিনপন্থিরা। এসময় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর হয়ে উঠে শিকাগো শহর।
যা নিয়েও নিজের ভাষণে কথা বলেছেন বাইডেন। প্রতিবাদকারীদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, ‘যে প্রতিবাদকারীরা রাস্তায় বেরিয়েছে, তাদের একটা পয়েন্ট আছে। উভয় পক্ষের অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে। কাজেই আমি একটি প্রস্তাব পেশ করেছি যা আমাদেরকে ৭ অক্টোবরের পর থেকে এটি করার কাছাকাছি নিয়ে এসেছে।’