ডেস্ক রিপোর্ট: টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয় ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার ওসি রাফিউল করিম যুগান্তরকে বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।