ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর ট্রাকের চাপায় জাকির হোসেন (১৬) ও সায়েম মিয়া (১৬) নামের দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম চন্দ্র দাস বলেন, মোটরসাইকেল দুটি ঢাকাগামী ছিল এবং অন্যদিকে সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়াগামী ছিল। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর ওভারটেক করার সময় সেলফি পরিবহনের ধাক্কায় জাকির পড়ে যায় এবং ট্রাকের চাপায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সায়েম মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের মধ্যে জাকির হোসেনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।