সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের

image-837498-1723534678.jpg

ডেস্ক রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ করতে চাচ্ছি, যেটা হবে একটি পরিবার। যেখানে সবার সমান অধিকার থাকবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটা আমরা নিশ্চিত করতে চাই।’

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমার অনুরোধ, আপনারা বিভিন্ন খোপে চলে যাবেন না। সবাইকে এক থাকতে হবে। আমাদের সাহায্য করেন, ধৈর্য ধরেন। আমরা না পারলে দোষ দিয়েন।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। এগুলো পচে গেছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে।’

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান তারা।

 

Share this post

scroll to top