বাংলাদেশে হাইকমিশন-কনস্যুলেট থেকে লোকবল ফিরিয়ে নিয়েছে ভারত

image-835084-1723023864.jpg

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ চলমান রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থার মধ্যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে নিজেদের কম গুরুত্বপূর্ণ কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। বুধবার এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

বেশ কয়েকটি সূত্র আরও জানা যায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন।

অবশ্য সব কূটনীতিক হাইকমিশনে আছেন। এ ছাড়া হাইকমিশন চালু আছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে ভারত বাংলাদেশে তার দূতাবাস, কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে রয়টার্সের বরাতে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম।

বুধবার ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী বাংলাদেশে তার দূতাবাস এবং কনস্যুলেট থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে।

Share this post

scroll to top