ডেস্ক রিপোর্ট: আজ বুধবার দুপুরে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে শুরু হবে এ সমাবেশ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আশপাশের এলাকায় টানানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে কুরআন তিলাওয়াত। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা বক্তব্য রাখবেন সমাবেশে।