বিএসএফ মহাপরিচালক নিতিন আগারওয়ালকে পদচ্যুত

image-833480-1722663326.jpg

ডেস্ক রিপোর্ট: ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদচ্যুত করেছে।

শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।  খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিতিন ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা। গত বছরের জুনে নিতিনকে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

তাদের ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হয়েছে।

Share this post

scroll to top