ডেস্ক রিপোর্ট: কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে এক ফিলিস্তিনি বন্দিকে প্রচণ্ড নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইসরাইল। এর প্রতিবাদে কারাগারে হামলা চালিয়েছে দেশটির কট্টরপন্থিরা।
সোমবার ইসরাইলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে নেগেভ মরুভূমির স্ডে তেমেন সেনাঘাঁটিতে প্রবেশ করে। এই সময় বাইরে কট্টর ডানপন্থি বিক্ষোভকারীরা জড়ো হয়ে সেনাদের পক্ষে বিক্ষোভ শুরু করে।
স্ডে তেমেন সেনাঘাঁটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দিদের নির্যাতনের গুরুতর অভিযোগ কয়েক মাস ধরেই উঠ আসছে। এ ঘটনাটি নিয়ে ইসরাইল আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
রোববার স্ডে তেমেন সেনাঘাঁটিতে বিক্ষোভকারীদের মধ্যে দেশটির জোট সরকারের কয়েকজন ডানপন্থি এমপিও ছিলেন। তারা সেনাদের পক্ষে স্লোগান দেন এবং কেউ কেউ ঘাঁটির প্রধান ফটক ঠেলে ঢোকার চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের ‘দ্রুত শান্ত হয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, সেনাদের বিরুদ্ধে তদন্ত চলতে দিতে হবে এবং আইন কার্যকর হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৯ জন রিজার্ভ সেনার বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ধারণা করা হয়, বন্দিটি একজন হামাস যোদ্ধা। তাকে গাজা থেকে আটক করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি ওই বন্দিকে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তার মলদ্বার এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে, তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।