ডেস্ক রিপোর্ট: ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে (ইউপি) ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর হিন্দুস্তান টাইমসের।
রোববার গণমাধ্যমকে তিনি বলেন, ২০২৪ সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে। কিন্তু ভোট কিছুটা অন্যজায়গায় গিয়েছে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশা ধাক্কা খেয়েছে। আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন।
তিনি বলেন, ফের আরও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে। আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন আর এখন সরকারে, এখন ইউপির নিরাপত্তার দিকটা দেখতে হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন। ২০২৭ সালের ইউপি বিধানসভা নির্বাচনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে সে সম্পর্কে তাদের একটি বা দুটি পাঠ দিয়েছেন।