দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বাণী অর্চনা (সরস্বতী পূজা) উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মো: এনায়েতুল বাবর।
তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। বাণী অর্চনার মাধ্যমে শিক্ষার্থীরা অতি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিনটি পালন করে থাকে। শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের সহায়ক হিসেবে দিনটা অনেক তাৎপর্যপূর্ণ। একে অপরের সহায়তায় পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্য রাখেন, বাণী অর্চনা উদযাপন কমিটির আহবায়ক ইইই বিভাগের প্রভাষক অমিত বিশ্বাস, সদস্য সচিব পলাশ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্যের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
বাণী অর্চনা উপলক্ষে দিনের কর্মসূচির মধ্যে ছিল : প্রতিমা স্থাপন, দেবীর আমন্ত্রণ, পুষ্পাঞ্জলি নিবেদন, আলোচনা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।