রুশ সেনাদের প্রশংসা করলেন পুতিন

Untitled-8-copy-5.jpg

খুলনার দর্পণ ডেস্ক : অর্থোডক্স ক্রিসমাস উদ্যাপনকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার দেশ রক্ষাকারী সৈন্যদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তার বাহিনী রাতভর ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গতকাল রবিবার অর্থোডক্স ক্রিসমাসের প্রাক্কালে ক্রেমলিন প্রধান সামরিক পরিবারগুলোকে প্রতিশ্রুতি দেন, তার সরকার ইউক্রেন যুদ্ধে জড়িত রাশিয়ান যোদ্ধাদের বর্ধিত সহায়তা দেবে। গেল বছরের মতো এবার পুতিন অস্ত্রবিরতির আহ্বান জানাননি।
ইউক্রেনে নিহত রুশ সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন বলেন, আমাদের অনেক পুরুষ, আমাদের সাহসী, বীর ছেলে, রাশিয়ান যোদ্ধা; এমনকি এখন, ছুটিতেও হাতে অস্ত্র নিয়ে আমাদের দেশের স্বার্থ রক্ষা করেন।
যাইহোক, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের সঙ্গে তাদের আচরণের জন্য কিছু মহলে ক্ষোভ রয়েছে। বিশেষ করে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রশিক্ষণ ও যন্ত্রপাতি ছাড়াই সৈন্য সমাগমের পর সমালোচনা শুরু হয়।
শনিবার, মোবিলাইজড সেনাদের ফিরিয়ে আনতে তাদের স্ত্রীরা দাবি তোলেন। এ সেনাদের অনেকে তাদের ক্রিসমাস উদ্যাপন করছেন যুদ্ধক্ষেত্রে পরিখার মধ্যেই।
ইউক্রেনের বিমান বাহিনী রবিবার এক টেলিগ্রাম চ্যানেলে জানায়, রাতভর তারা ২৮টি ড্রোনের ২১টি ভূপাতিত করেছে। খবর আল জাজিরার

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top