ভোটের শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিল এমপি মোস্তাফিজের

Untitled-9-copy-5.jpg

খুলনার দর্পণ ডেস্ক : চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল ৭ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম জরুরি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছিল নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল করেছি আমরা।’
প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে ইসি সচিব বলেন, ‘ওই প্রার্থী আগেও আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। নির্বাচনের দিনও আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন। এসব কারণ বিবেচনায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
চট্টগ্রামের এই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় নেতাকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলসহ নানা কারণে তিনি সমালোচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেয়ার হুমকি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। একইসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেয়া বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক যাতে তার পক্ষে প্রকাশ্যে কাজ করতে পারেন, সেজন্য বাঁশখালী থানার ওসিকে খেয়াল রাখতে বলেছিলেন। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের কথোপকথনের হুমকি সংশ্লিষ্ট একটি অডিও ৫ জানুয়ারি ফেইসবুকে ভাইরাল হয়।
এই আসনে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঈগল প্রতীকের মুজিবুর রহমান ও ট্রাক প্রতীকের আবদুল্লাহ কবির। এর মধ্যে মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আবদুল্লাহ কবির দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top