খুলনায় উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বই পেয়ে মাতোয়ারা শিক্ষার্থীরা

Untitled-3-copy-1.jpg

খুলনার দর্পণ ডেস্ক : সারা দেশের ন্যায় খুলনায়ও শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জিলা স্কুল মাঠে এই উৎসবের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।
এছাড়া সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের নতুন বই বিতরণ, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় কলেজের পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি, অভিভাবক সদস্য ডাঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।
এবছর খুলনা জেলার মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের পাঁচশো ৪৫টি স্কুলের প্রায় দুই লাখ ৬০ হাজার নয়শো ৬৩ শিক্ষার্থীর মাঝে ৩০ লাখ ৮৬ হাজার ছয়শো ৪৫টি নতুন বই এবং প্রাথমিক স্তরের এক হাজার পাঁচশো ৭৬টি বিদ্যালয়ের দুই লাখ ১৪ হাজার একশো ৩১ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ১৬ হাজার ছয়শো ৩৭টি নতুন বই বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রাক-প্রাথমিক স্তরের এক হাজার পাঁচশো ৬৮টি বিদ্যালয়ের ৩৯ হাজার সাতশো ৩৫ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে।
বই পাওয়া শিক্ষীর্থীরা বলেন, নতুন বইয়ের গন্ধই আলাদা। নতুন দিনে নতুন বই, এক এক অন্যরকম অনভূতি। আজ থেকেই পড়ালেখা শুরু করবো। ভালো রেজাল্ট করে ভালো মানুষ হতে চাই। বছরের প্রথম দিনে বই পাওয়ায় পড়ালেখা ভালো হয়। খুশিত্ব প্রকাশ করেন অভিভাবকরাও। তারা জানান, বছরের প্রথম দিনে বই পাওয়া ছেলেমেয়েরা নতুন উদ্যোমে পড়ালেখা শুরু করে।
কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ বিদ্যালয়সমূহের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ হয়েছে। সোমবার সকাল ১০টায় খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (প্রাথমিক ও মাধ্যমিক শাখা) ও উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস্্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সাল হোসেন, ইসিই বিভাগের প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম। অনুষ্ঠানে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন, উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রসাদ বিশ^াস প্রমুখ।
টুটপাড়া মডেল স্কুল : নগরীর শতাব্দী প্রাচীন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও মোঃ আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সহযোগিতায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) ড. ফারুক আহাম্মদ। সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য, এ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজসেবী মাসুদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাবু, সহকারী শিক্ষক জি, এম, মোরশেদুল ইসলাম, জান্নাতি আফরোজ প্রমুখ।
রিয়াদুল জান্নাহ্ হিফ্জ মাদ্রাসা : রিয়াদুল জান্নাহ্ হিফ্জ মাদরাসার বই বিতরণ সোমবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক আলহাজ্ব মুহাদ্দিস মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপদেষ্টা ও নাগরিক নেতা এসএম দেলোয়ার হোসেনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। প্রধান আলোচক ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এইচ এম আলাউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড’র সাবেক ডিজিএম আলহাজ্ব এএম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন এ্যারাবিক বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মুফতি মাহদি হাসান কাওসারী এবং দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ শহীদুল ইসলাম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top