ব্যালট পেপার বিতরণ শুরু

Untitled-3-copy-18.jpg

খুলনার দর্পণ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কমিশন ভৌগোলিকভাবে দূরবর্তী এলাকাগুলোতে আগে ব্যালট পেপার পৌঁছানোর পদক্ষেপ নেয়। গতকাল ২৫ ডিসেম্বর তেজগাঁওয়ের গভমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়।
সিনিয়র সহকারী নির্বাচন কমিশন সচিব মো. শাহজালাল সাংবাদিকদের বলেন, বান্দরবন, রাঙামাটি জেলাগুলো অনেক দূরে। এসব জেলায় ব্যালট পেপার পাঠাতে অনেক সময় লাগে, হেলিকপ্টারেও পাঠাতে হয়। এই বিবেচনা করে দূরবর্তী এলাকাগুলোতে আগে পাঠাচ্ছি।
তিনটি প্রেস থেকে প্রথম ধাপে ১৩টি জেলার ৫২টি আসনের জন্য ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। সেগুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে পুলিশি নিরাপত্তায় থাকবে ভোটের দিন ভোর পর্যন্ত। তারপর ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে জেলায় জেলায় নির্বাচনি সামগ্রী পাঠাতে কোনও ধরনের ঝুঁকি নেই জানিয়ে মো. শাহজালাল বলেন, “সংশ্লিষ্ট জেলা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা ও সাথে পুলিশ এসেছে। নিরাপত্তার জন্য মোবাইল টিমগুলোও থাকবে।
প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল নিয়ে মামলাগুলো মাথায় রেখে ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। তবে অন্যান্য জেলায় আবার কবে পাঠানো হবে তা নির্বাচন কমিশন জানাবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে। এবার ৩০০ আসনে ১১ কোটি ৯৬ লাখের বেশি ভোটার রয়েছে।
গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলার ব্যালট পেপার পাঠানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top