খুলনার দর্পণ ডেস্ক : খুলনা-৬ আসনের বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সতর্ক করা হয়েছে। এর আগে তাদের শোকজ করেছিল তদন্ত কমিটি। সোমবার তাদের সতর্ক করার চিঠি ইসির উপসচিব মোঃ আতিয়ার রহমান পাঠিয়েছেন।
বিএনএম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করে, এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে। এজন্য ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার শর্তে তাদের সতর্ক করা হয়েছে।