মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক

Untitled-5-copy-15.jpg

খুলনার দর্পণ ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা’ খ্যাত কতোরায়ায় পুলিশ, সেনাবাহিনী এবং জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এর মোট ১ হাজার সদস্য গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে।
কতোরায়ায় ব্যবসা পরিচালনাকারীরা স্থানীয়দের মতো ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করছে এমন অভিযোগের ভিত্তিতে প্রভাবশালী বিদেশিদের ওপর অভিযান চালানোর জন্য সকাল ১১টা থেকে এলাকাটি ঘিরে রাখে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের সমীক্ষায় দেখা গেছে যে, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সশস্ত্র এবং বিশেষ সরঞ্জাম সাথে নিয়ে রাস্তার চারটি ব্লকে প্রবেশ করে এবং অবরুদ্ধ করে রাখে। উল্লিখিত এলাকায় বিদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি, প্রাইভেট ক্লিনিকসহ অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। অভিযানের পর সাংবাদিকরা দেখতে পান দুপুর ১টা পর্যন্ত অন্তত ৫০০ বিদেশিকে আটক করা হয়েছে।
বাংলাদেশি, নেপালী ও মিয়ানমারের নাগরিকসহ গ্রেপ্তারকৃত বিদেশিরা আকস্মিক অবরোধের মধ্যে পালাতে ব্যর্থ হয়। এ ছাড়াও, দেখা যায় যে, ঘর ভাড়া নিয়ে অসংখ্য বিদেশি সেখানে বসবাস করছিল। ফলে সেখানকার পরিবেশ অত্যন্ত নোংরা এবং স্থানীয়দের কাছে বিরক্তিকর।
আটককৃত সকল বিদেশিকে ডকুমেন্টেশন পর্যালোচনার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাচাই শেষে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top