খুলনার দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে এবং এ কারণে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বিরাট হুমকি।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ঘটনা সম্পর্কে রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একটি বিবৃতি উল্লেখ করে বলেন, ‘আমেরিকান রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে মিথ্যা রয়েছে, তা গণতন্ত্র সম্পর্কে অন্যদের ভুল ধারণা দেবে।’
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেছিলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নিপীড়নের প্রচারণা আমেরিকান গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যতাকেই নির্দেশ করে।
পুতিন আরও বলেন, ট্রাম্পের সঙ্গে যা কিছু ঘটছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন।
ডোনাল্ড ট্রাম্প, যিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।