মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী কর্মী আটক

Untitled-4-copy-10.jpg

খুলনার দর্পণ ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার অপস মাহির নামে চালানো অভিযানে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়।
জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, বৃহস্পতিবার বিকেলে অভিযানে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।
গতকাল ১৫ ডিসেম্বর এক বিবৃতিতে তাহির বলেন, বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আটকদের মধ্যে ১৩ জন চীনা নাগরিক, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয়ার নাগরিক, সাতজন মিয়ানমারের নাগরিক, তিনজন ভারতীয় এবং একজন নেপালি। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর।
আটকরা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) এর অধীনে প্রবিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান বাহারউদ্দিন তাহির।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top