২০২৪ সালে একাদশে ভর্তি শুরু ৯ জুন

Untitled-6-copy-10.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আগামী বছর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর তারিখ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী-২০২৪ সালে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই।
গতকাল ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ অ্যাকাডেমিক ক্যালেন্ডারের (শিক্ষাপঞ্জি) সময়সূচি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন উপসচিব (সরকারি কলেজ-৪) মোসাঃ রোকেয়া পারভীন।
এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ শিক্ষাবর্ষ) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফলাফল প্রকাশ হবে মার্চে।
চলতি বছর (২০২৩ সাল) একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয় ১০ আগস্ট। তিন ধাপে আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষে ৮ অক্টোবর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়।
এদিকে, একই প্রজ্ঞাপনে দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী আগামী বছর সরকারি ও সংরক্ষিত ছুটিসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট ৭১ দিন।
পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা ৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১০ মার্চ থেকে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাতদিন এবং দুর্গা পূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে সাতদিনের বড় ছুটি থাকবে। এছাড়া বছরের শেষে ১৭ ডিসেম্বর থেকে শীতকালীন ও বড়দিন উপলক্ষ্যে ১১ দিনে ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top