খুলনার দর্পণ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কারের আহ্বান জানিয়েছেন তুর্কিয়ে প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান।
তিনি বলেছেন, অধিকাংশ দেশের সমর্থন সত্ত্বেও গাজার জন্য যুদ্ধবিরতি প্রস্তাবে সত্যকে অস্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কেউ কেউ এর বিরুদ্ধে ভেটো দিচ্ছে। ফলে অধিকাংশের মতামতকে উপেক্ষা করা হচ্ছে মাত্র দু’একটি দেশের প্রতিবাদের কারণে।
গত শনিবার রাজধানীর ইস্তাম্বুলে মানবাধিকার সম্মেলনে এ কথা বলেন এরদোগান। খবর আল জাজিরা।
এরদোগান প্রশ্ন রেখে বলেন, ‘যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মিলিত (অধিকাংশ দেশের) দাবি শুধুমাত্র মার্কিন ভেটো দ্বারা প্রত্যাখ্যান করা হয়। এটা কী ন্যায় বিচার?’। ‘এই বৈষম্য বিলোপ করতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে’ যোগ করেন তুর্কিয়ে প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট এরদোগান আরও বলেছেন, ‘আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে আমাদের আশা ও প্রত্যাশা হারিয়ে ফেলেছি। এই পরিষদ সংস্কার প্রয়োজন’।