হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এ মালিকের ইন্তেকাল

Untitled-26-copy.jpg

খুলনার দর্পণ ডেস্ক : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) ডাঃ আব্দুল মালিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
গতকাল ৫ ডিসেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার মৃত্যু হয়। ডাঃ আব্দুল মালিকের বয়স ছিল ৯৪ বছর। আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মেয়ে ডাঃ ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মোঃ মাসুদ মালিক একজন ব্যবসায়ী এবং অপর ছেলে মোঃ মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় আব্দুল মালিক তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর শ্যামলী কলেজ গেটের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদে। বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় মিরপুর-২ নম্বরে হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে। এরপর সিলেটের পশ্চিমবাগে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন। হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top