খুলনার দর্পণ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে, সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে কমিশন। তবে বিশেষ কোনো দল নির্বাচনে আসলে নির্বাচন কমিশন তফসিল পেছানো যেতে পারে।
গতকাল ২৩ নভেম্বর দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সিলেট ও সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি নির্বাচনে না আসলে প্রভাব পড়ার কোনো আশঙ্কা আছে কি না এমন প্রশ্নে ইসি আনিছুর রহমান বলেন, ‘গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ৭০ ভাগ দল নির্বাচনে অংশগ্রহণের কথা উঠছে। ৭০ ভাগ যদি হয়ে থাকে, যদিও কত ভাগ সেটি নির্বাচন কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০ ভাগই অংশ নিয়ে থাকে তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনো কারণ নেই।’
জাতীয় পার্টি নির্বাচন পেছানোর আহ্বান করছে এমনটি শোনা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। যদি সেভাবে আসে এবং যৌক্তিক কোনো কারণ থাকে তবে আমরা আলোচনা করে দেখবো।’
তাদের তালিকায় ৪৪টি রাজনৈতিক সংগঠন রয়েছে জানিয়ে ইসি বলেন, ‘শতভাগ দল কখনওই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি, এমনটি ইতিহাস বলে। যখন অধিকাংশ দল নির্বাচন করে তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমাদের সঙ্গে রেজিস্টার্ড আছে ৪৪টি দল, তারা সবাই অংশগ্রহণ করুক, এটিই আমরা চাই। ৩০ নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার জমা দেয়ার সময় আছে। কাজেই আমরা আহ্বান করবো, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।’