দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কেক কাটা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর মো: ইনজামাম-উল হোসেন, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলন। পরে দেশরত্ন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।