পাকিস্তানকে ২০০ কোটি ডলার দিলো সৌদি আরব

e7-2307111237.jpg

আন্তর্জাতিক ডেস্ক …….

সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।

দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে ৩০০ কোটি ডলারের ঋণ চুক্তির পরে সৌদির কাছ থেকে পাওয়া এ সহায়তা পাকিস্তানের অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলতে পারে।

ইসহাক দার বলেছেন, ‘এই প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে এবং সেই অনুযায়ী ১৪ জুলাই শেষ হওয়া সপ্তাহের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রতিফলিত হবে।’

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের পক্ষ থেকে আমি সৌদি আরবের নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের মহান দৃষ্টিভঙ্গি এবং স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে ২০০ কোটি ডলার জমা রাখার মাধ্যমে সমর্থনের জন্য।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও পাকিস্তানকে আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য সৌদি আরব এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেচেন, ‘এই আমানত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। এটি পাকিস্তানের অর্থনৈতিক পরিবর্তনে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে। আমরা পাকিস্তানের অর্থনীতির উন্নতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top