বাবাকে হত্যায় ৩ ছেলের ফাঁসি

Cumilla-2307111054.jpg

কুমিল্লা প্রতিনিধি……

কুমিল্লার মনোহরগঞ্জে বাবা আব্দুল করিমকে পিটিয়ে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. ফয়েজ উল্লাহ, মো. অহিদ উল্লাহ ও মো. শহিদ উল্লাহ। তারা সবাই পালাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ আগস্ট জমি লিখে না দেওয়ায় বাবা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করেন তাঁর ছেলেরা। এ ঘটনায় নিহত আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী মোসাম্মত সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তিন ছেলে, নাতি ও স্বজনেরা মিলে আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করেন। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে এই মামলায় আটজনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন বিচারক। আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার সময় কেউই আদালতে উপস্থিত ছিলেন না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top