খুলনায় নাশকতার মামলায় সাবেক এমপি মঞ্জুসহ ৬৪ জন খালাস

1687778007.666.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট…….
খুলনায় নাশকতার দুই মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৬৪ নেতাকমীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জুন) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করা হয়।

আসামিদের নামে আনীত অভিযোগ সরকার পক্ষ সাক্ষ্যপ্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত এ রায় দেন।

জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর রাতে নভেম্বর নাশকতার অভিযোগে সোনাডাঙ্গা থানায় দায়ের করা মামলা নম্বর-৩ এসটিসি ৯৩/১৯ ও এসটিসি ৯৪/১৯ মামলা বিজ্ঞ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল খুলনা আদালতে বিচার শেষে আসামিদের নামে আনীত অভিযোগ সরকার পক্ষ সাক্ষ্যপ্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ জন বিএনপি নেতাকর্মীকে দুই মামলায় খালাস দেন।

অপরদিকে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর খুলনা মহানগরের সাতটি থানায় ৫২টি নাশকতার মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ১ নভেম্বর সোনাডাঙ্গা থানায় নাশকতার অভিযোগে মামলা করা হয় (নম্বর-৩)। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ১১০/১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে ৬৬ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়। এ মামলার দুই আসামি মৃত্যুবরণ করেন।

২০২২ সালের ৯ নভেম্বর মামলাটি বিচারের জন্য বিচারিক আদালত জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top