ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার সন্ধ্যায়

islamic-2306181135.jpg

জ্যেষ্ঠ প্রতিবেদক…….

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে এ বৈঠক। এতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

রোববার (১৮ জুন) ইসলামী ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বরে কিংবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবে আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top