স্টাফ করেসপন্ডেন্ট…
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী সাধারণ মানুষের কর্মসংস্থানের লক্ষে ডিজিটাল বাংলাদেশে স্মার্ট ঢেঁকি প্রচলন ও আশ্রায়ন প্রকল্পের নতুন নির্মিত পুকুর পাড়ের ঘাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস,এম মুনিম লিংকন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক। এ সময় আরো উপস্হিত ছিলেন নবাগত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম,আশিস মোমতাজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,অধ্যাপক জি,এম ফারুক প্রমূখ। শেষে অতিথিবৃন্দ আশ্রায়ন প্রকল্পে বসবাসকারি মানুষের জন্যে নির্মিত পুকুর পাড়ের ঘাট উদ্বোধন করেন।