কেসিসি নির্বাচন: উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন মুশফিক

musfik-khulna-2305281516.jpg

নিজস্ব প্রতিবেদক…….

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৮ মে) শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মুশফিকের আইনজীবী এসএম মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুশফিকের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।’

প্রার্থিতা ফিরে পেয়ে উচ্ছ্বাসিত মুশফিক বলেন, ‘আমার প্রার্থিতা ফিরে পাওয়া মানে জনতার বিজয়।’

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ মে) ৩০০ সমর্থনকারী ভোটারের সমর্থনের তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মুশফিকের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

মঙ্গলবার (২৩ মে) আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন মুশফিক।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top