‘যুদ্ধ ছাড়াই ট্রেনে ওঠা সুন্দর অভিজ্ঞতা’

train-2304190647.jpg

নিজস্ব প্রতিবেদক……
আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করছে মানুষ। কমলাপুর রেলস্টেশনে দেশের উত্তরাঞ্চলের যাত্রীরা কোনো ধরনের হট্টগোল, বিশৃঙ্খলা ও শিডিউল বিপর্যয় ছাড়া ট্রেনে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করছেন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীদের তিনস্তরে টিকিট ও জাতীয় পরিচয়পত্র চেক করে মূল প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আজ সরকারি ছুটির প্রথম দিন হওয়ায় যাত্রীদের চাপ চোখে পরার মতো ছিল। তবে ছিলো না চিরচেনা হট্টগোল ও বিশৃঙ্খলা। শতভাগ অনলাইনে রেলের টিকিট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন সাধারণ রেলযাত্রীরা।

সিরাজগঞ্জের যাত্রী সাজ্জাদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, এবারের আমাদের ঈদযাত্রা স্বস্তির হবে আশা করছি। কারণ এবার আর রাত জেগে টিকিটের জন্য অপেক্ষা করতে হয়নি। আমারা অনলাইনে টিকিট কাটছি। আর এখন পর্যন্ত ট্রেন ঠিক সম সময় ছেড়ে যাচ্ছে। এ এক অন্যরকম কমলাপুর রেলস্টেশন। ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে।

পাবনার যাত্রী স্বর্না আক্তার রাইজিংবিডিকে বলেন, আমার অনলাইনে টিকিট কাটতে প্রথমে একটু সমস্যা হয়েছিল। পরে আবার চেষ্টা করে টিকিট কাটতে পেরেছি। টিকিট কাটা থেকে স্টেশনে এসে ট্রেনে ওঠা পর্যন্ত কোনো আমার ভোগান্তি হয়নি। অনলাইনে টিকিট কাটা, স্টেশনে টিকিট আর এনআইডি দেখিয়ে ভেতরে প্রবেশ এবং কোনো রকম যুদ্ধ ছাড়াই ট্রেনে ওঠা সবকিছু একটি সুন্দর অভিজ্ঞতা। রেল কর্তৃপক্ষ যদি এই ধারা অব্যাহত রাখতে পারে তাহলে রেলে স্বস্তি ফিরে আসবে, মানুষ শান্তিতে বাড়িতে ফিরতে পারবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, টিকিট বিক্রি সম্পূর্ণ অনলাইন করায় এখন পর্যন্ত যাত্রীরা আরামদায়কভাবে ঈদযাত্রা করতে পারছেন। আজ এখনো কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। সার্বিকভাবে আমাদের প্রস্তুতিও ভালো। প্রতিটি ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে তখন এমন পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং হবে। তবে রেল কর্তৃপক্ষের চেষ্টা থাকবে। এবং প্রতিদিন ৫৫ জোড়া আন্তঃনগরসহ লোকাল ও মেইল ট্রেনে প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়ছে।

উল্লেখ্য, এবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ৭ এপ্রিল। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হয় ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল ১৫ এপ্রিল থেকে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরুর প্রথম দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিক্রি হয়েছে ২৫ এপ্রিলের টিকিট। আজ ১৬ এপ্রিল বিক্রি হচ্ছে ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top