স্বাধীনতাবিরোধী শক্তি ১৭ এপ্রিল মানে না: কামাল হোসেন

1681729381.22.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট …….
স্বাধীন দেশে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে প্রথম সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বাধীন বাংলাদেশের সেই দিবস যারা পালন করে না, সেই দিনকে যারা স্বীকার করে না এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা স্বীকার করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

এ সময় আরও বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

কামাল হোসেন বলেন, যারা সেদিন সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে এবং বঙ্গবন্ধু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পাটের গুদামে আগুন দিয়েছে, আওয়ামী লীগের সংসদ সদস্যকে হত্যা করেছে, রেললাইন উপড়ে ফেলেছে, থানা লুট করেছে, বাসন্তিকে ১০ টাকার কাপড় খুলে ৩০০ টাকার জাল পরিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই শক্তি, সেই যুদ্ধাপরাধী পরাজিত মুসলিম লীগ, ৩০ লাখ শহীদের হত্যাকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের নিয়ে গঠিত বিএনপি-জামায়াত ও তথাকথিত বিপ্লবীরা আজকে বিশ্বনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিথ্যাচার করছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top