বিএনপি নেতা কর্তৃক সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় অভিযোগ

40_image_url_Khulna-Map-খুলনা-ম্যাপ-খুলনার-মানচিত্র-Khulna-খুলনা.jpg

স্পেশাল করেসপন্ডেন্ট…
রূপসায় নৈহাটী ইউনিয়ন বিএনপি নেতা কর্তৃক রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমকে অশ্লিল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ৫ মার্চ রাতে পূর্ব রূপসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই রাতেই সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক ডালিম। লিখিত অভিযোগে বলা হয়েছে, ৫ মার্চ পেশাগত দায়িত্ব পালন শেষে খুলনা থেকে রূপসা ঘাট পার হয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক ডালিম। তিনি পূর্ব রূপসা ঘাট এলাকায় হকার তাছিরের পেপার হাউজের বিপরীতে আসলে তার মোবাইলে একটা অফিসিয়াল কল আসে। তখন তিনি রাস্তার একপাশে দাঁড়িয়ে ফোনটি রিসিভ করে কথা বলতে লাগলে সামনে থেকে মোটরসাইকেলে আসা বাগমারা গ্রামের বাসিন্দা ও নৈহাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। সাংবাদিক ডালিম প্রতিবাদ করলে তাকে মারতে উদ্যত হয়। এ সময় ওই স্থানে থাকা মুক্তিযোদ্ধা আবদুল ওহাব বিষয়টি নিষ্পতির চেষ্টা করার লক্ষ্যে এগিয়ে আসলে তাকেও মারতে উদ্যত হন। পরিস্থিতি খারাপ দেখে ডালিম পেশাগত পরিচয় দিলে সে আরো মারমুখী আচরণ করতে থাকে। একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকি-ধামকি প্রদর্শন করা হয়। তার গালিগালাজ ও চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারেক গালিগালাজ করতে করতে চলে যায়। তারেকের মারমুখি আচরণ ও হুমকিতে ভূক্তভোগি ডালিম ভীতসন্ত্রস্থ হয়ে পড়ে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি। এদিকে এ ঘটনায় হুমকি প্রদানকারী আমিনুল ইসলাম তারেককে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রূপসা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ, উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, রাহুল রাহা, মোঃ আনোয়ার হোসেন, সামছুজ্জামান শাহীন, সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আঃ শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য হোসাইন আহম্মেদ, এমএ আজিম, তৌহিদুল ইসলাম কচি, তরিকুল ইসলাম, আখতার খান, আবদুল কাদের, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশিদ, গোলাম মোস্তফা, আশিকুর রহমান বাবু, বেনজীর হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য, মোঃ নাইমুজ্জামান শরীফ, আবদুল কাইয়ুম খান, রেজাউল ইসলাম তুরান, বিএম শহিদুল ইসলাম, হাসানুজ্জামান মনি প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top