সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৪

1677936063.webp

স্টাফ করেসপন্ডেন্ট ……
সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় কমপক্ষে আরও ৩৫ জন আহত হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, বিস্ফোরণে অক্সিজেন প্ল্যান্টের ভেতরে ৩ জন মারা গেছেন।

এছাড়াও আরেকজন প্ল্যান্টের বাইরে মারা গেছেন। নিহত একজনের নাম শামসুল হক শামসু। বাকিদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
এদিকে আহত ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. ফজলে রাব্বী বাংলানিউজকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দুটি গাড়ি এবং কুমিরার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিম কাজ করছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top