পাইকগাছায় র‌্যাব পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

284439_image_url_Byk.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট..
খুলনার পাইকগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেল চালক নীরব তরফদার অভিযোগ করেন র‌্যার পরিচয়ধারী যাত্রিবাহী দু’ব্যাক্তি পিছন থেকে ছুরি ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শিববাটী ব্রিজের অপরপ্রান্তে কৃষি কলেজ সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের উপর থেকে মোটরসাইকেল কেড়ে নিয়ে পালিয়ে যায়। নীরবের বাড়ি ডুমুরিয়া উপজেলার গোলাপদোহা গ্রামে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালক নীরবের বরাত দিয়ে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, দাকোপ উপজেলার কালাবগী গ্রামের মৃত মালেক খানের ছেলে আলমগীর হোসেন খান সহ ২/৩ জন এ মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে। জানাগেছে, আলমগীরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের। মোটরসাইকেল চালক নীরব তরফদার জানান, বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ার কাঁঠালতলা মঠ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় ডুমুরিয়ার খর্ণিয়ার বাসিন্দা আবুল হোসেনের দোকানের সামনে আমার ডিসকভার-১২৫সিঃ (লাল-কালো) রঙের মোটরসাইকেল রেখে ছোট্ট মেয়ের জন্য কসমিটিক পণ্য ক্রয় করছিলাম। এ সময় চেয়ারে পা তুলে বসা অবস্থায় এক ভদ্রলোক পাইকগাছা থানায় কাজের কথা বলে আমাকে ভাড়ায় যাবার প্রস্তাব দেন। ৮ শত টাকায় আসা-যাওয়া চুক্তিতে বিকেল সাড়ে ৫ টার দিকে পাইকগাছার উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে জ্বালানী তেল নেওয়ার সময় যাত্রিবেশি ঐ ভদ্র লোক তার মোবাইলে র‌্যাবের পোশাক পরা ছবি দেখিয়ে বলেন আমি র‌্যারের লোক। পাইকগাছার জিরোপয়েন্টে আসলে ভদ্রবেশি যাত্রী বলেন, কয়রা থেকে আমার এক পরিচিত লোক আলমতলায় আসছে চলো তার সাথে একটু দেখা করে আসি। একপর্যায়ে সন্ধ্যার দিকে কৃষি কলেজ এলাকা পার হলে পিছন থেকে ছুরি ধরে আমার লাথি মেরে রাস্তায় ফেলে দিয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। জানাগেছে, ঐ রাতেই নীরব লোকজন নিয়ে কাঁঠালতলায় দোকানদার আবুল হোসেনের কাছে গেলে তিনি মোটরসাইকেল যাত্রি আলমগীর হোসেন খান ও কয়রার আরোও একজনের নাম ঠিকানা দেয়। এদিকে নীরব তরফদারের পরিবার শুক্রবার দিনব্যাপী কয়রার কালনা ও দাকোপের কালাবগী গ্রামে আলমগীরের মোবাইল ও তার বাড়িতে যোগাযোগ করলেও মোটরসাইকেল উদ্ধার হয়নি। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় নীরব তরফদার পাইকগাছা থানায় পৌছে ওসির কাছে বললে পুলিশী অনুসন্ধান শুর করেছে। ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, আলমগীর খান সহ একটি চক্র মোটরসাইকেল ছিনতাই সহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top