শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকার নিচে

DSE-CSE-Risingbd-1-2302160906.webp

জ্যেষ্ঠ প্রতিবেদক …….

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক শূণ্য ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪১ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১২২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩৪০ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৪২৭ পয়েন্টে, সিএসসিএক্স ৪ পয়েন্ট কমে ১১ হাজার ৪৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১১৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৪০ টির। দিন শেষে সিএসইতে ৩ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top