সিনিয়র করেসপন্ডেন্ট…
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ হায়দার আলী মোড়লের কেন্দ্রীয় আওয়ামী লীগের আরোপিত সাংগঠনিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এর গত ৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পত্র মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্র সূত্রে জানা যায়, দলের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংগঠনিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল তাঁর অপরাধ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করে আবেদন করায় তাঁর আবেদনের প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর জাতীয় কমিটির গণভবনে অনুষ্ঠিত সভায় এ সাংগঠনিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।