কপিলমুনি মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প

282812_image_url_KKSP.jpg

স্টাফ করেসপন্ডেন্ট..
খুলনার পাইকগাছায় কপিলমুনি কেকেএসপি’র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপির পরিচালনায় দেড় শতাধিক শিশু কিশোর প্রশিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ক্যাম্প প্রশিক্ষণের দায়িত্বে সাবেক জাতীয় ফুটবল কোচ মো. শামসুদ্দোহা চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেকেএসপি’র পৃষ্ঠপোষক ও ইউপি চেয়ারম্যান মো. কওসার আলী জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক রহিমা আক্তার শস্পা, চলার সাথী সংগঠনের প্রতিষ্টতা মাস্টার শেখ আব্দুর রহমান, সমাজ সেবক বাবুলাল হালদার, সাবেক প্রেসক্লাব সভাপতি মো. হেদায়েতআলী টুকু, সাংবাদিক মানবাধিকার কর্মী এসএম পারভেজ, মহানন্দ অধিকারী মিন্টু, ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন খোকন সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ, কেকেএসপি’র পৃষ্ঠপোষক, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখবেন কেকেএসপি’র সভাপতি শেখ আব্দুর রশীদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক এম. বুলবুল আহমেদ, সহযোগিতায় কার্যনির্বাহী পরিষদ ও সকল সদস্যবৃন্দ। এসময় প্রশিক্ষার্থীদের মাঝে শেখ ইমাম উদ্দীন স্মৃতি সংসদের প্রতিনিধি এইচএম শফিউল ইসলাম এক শত জার্সি প্রদান করেন। উল্লেখ্য, এলাকার শিশু-কিশোর, ১৪, ১৭ ও ১৯ অনূর্ধ্ব প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top