জ্যেষ্ঠ প্রতিবেদক….
আফিয়া প্রত্যাশা-স্বর্ণা আক্তার ব্যাট হাতে তাদের দায়িত্ব পালন করে গেছেন। দুজনের ফিফটিতে বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং স্কোর। বাকি দায়িত্ব ছিল বোলারদের। শ্রীলঙ্কাকে অলআউট করতে না পারলেও লক্ষ্যে পৌঁছানোর আগেই থামিয়ে দিয়েছে দিশা বিশ্বাসের দল।
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর পর টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশের মেয়েরা। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে প্রত্যাশা-স্বর্ণার ঝড়ো ফিফটিতে ভর করে ২ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে শ্রীলঙ্কা। ১০ রানের জয়ে বাংলাদেশের সুপার সিক্স এক প্রকার নিশ্চিত।
৪ রানে প্রথম উইকেটে হারালেও শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় দ্রুত। অধিনায়ক ভিষ্মি গুনারত্নে সতীর্থ ডেউমি বিহঙ্গকে নিয়ে জুটি গড়ে উল্টো ছড়ি ঘোরাতে থাকেন। চতুর্থ ওভারে গড়া তৃতীয় উইকেটের জুটি ভাঙে ডেউমি ৫৫ রানে আউট হলে। ৪৪ বলে এই রান করেন তিনি। ডেউমিকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মারুফা। এই জুটি না ভাঙলে অন্যকিছুও হতে পারতো।
ডেউমিকে ফেরাতে পারলেও ভিষ্মি ছিলেন অপরাজিত। ৫৪ বলে ৬০ রান করে তিনি অপরাজিত থাকেন। ইনিংসের শেষ তিন বলে টানা তিনটি চার মারেন নতুন ব্যাটসম্যান ডুয়ালঙ্গা। ৩ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন তিনি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মারুফা।
প্রত্যাশা-স্বর্ণার ব্যাটে বাংলাদেশ ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। ইনিংসের শেষ বলে ডাবল নিয়ে মাত্র ২৮ বলে ফিফটি করে স্বর্ণা। ৩টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসে। অপর প্রান্তে দারুণ ইনিংস খেলেছেন দিলারা আক্তার। ৩টি চার ও ১টি ছয়ে মাত্র ২৭ বলে ৩৬ রান করেন দিলারা।
প্রত্যাশা-স্বর্ণা দুজনেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে আফিয়ার ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। একপ্রান্তে ঝড় তোলেন তিনি। আরেক ওপেনার মিষ্টি সাহা ২৪ বলে ১৪ রান করলেও ওপেনিং জুটি থেকে আসে ৭৫ রান। ৪৩ বলে ৫৩ রান করে প্রত্যাশা আউট হলে ভাঙে এই জুটি। ৫টি চার ও ৩টি ছয়ে এই রান করেন প্রত্যাশা।
১১তম ওভারের প্রথম বলে প্রত্যাশা আউট হওয়ার পর শেষ বলে রানআউট হয়ে ফেরেন মিষ্টি। এরপর আর কোনো উইকেট দেননি দিলারা-স্বর্ণা। দুজনের জুটি থেকে আসে ৮৬ রান। লঙ্কানদের হয়ে ১টি উইকেট নেন রাশমি নেথরাঞ্জলি।