ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: কুয়েট ভিসি

1672302707.Qus-BG.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট…..
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, তোমাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

মানুষ হিসেবে ভালো না হলে যত বড় ডিগ্রিই তুমি অর্জন করো তার কোনো মূল্য নেই, মানুষ পছন্দ করবে না। বিশ্ববিদ্যালয় ও দেশের নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং সংস্কৃতিকে ধারণ করতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া বলেন, সু-নাগরিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। সবাইকে সম্মান করতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। মনের ভেতর থেকে সব হতাশা ঝেড়ে ফেলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে দেন এবং অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. গোলাম কাদের।

এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. আব্দুল মতিন। স্বাগত দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও বিশ্ববিদ্যালয়ের ই-মেইল আইডি দেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফারহান আতিক রাদ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাসপিয়া ওয়াসিজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, দপ্তর প্রধান, নবাগত শিক্ষার্থী ও তাদের অবিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া এদিনের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন আয়োজন করে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top