সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ মন্ত্রিসভার

cyber-20221212183300.webp

জ্যেষ্ঠ প্রতিবেদক……..
সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আজ দুই-তিনটি বিষয়ে (নির্ধারিত আলোচ্যসূচির বাইরে) আলোচনা হয়েছে। এরমধ্যে একটি সাইবার সিকিউরিটির বিষয়। এটাকে আরও জোর দিতে বলা হয়েছে।’

সাইবার নিরাপত্তা নিয়ে হঠাৎ তৎপর হওয়ার কোনো বিশেষ কারণ আছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশেষ কারণ না। আমরা গত দুই-তিন বছর থেকেই সাইবার নিরাপত্তার বিষয়ে দেখছিলাম। এক্ষেত্রে আরও মডার্ন ইকুইপমেন্ট ইউজ করার জন্য… অনেকেরই যাতে কোনোভাবেই ওয়েবসাইট বাইরে থেকে হ্যাক করা না যায়।’

তিনি বলেন, ‘আমি রিসেন্টলি আমেরিকায় ছিলাম। ওইখানেও দেখলাম দুই-তিনটি বড়-বড় অফিসে হ্যাক হয়ে গেছে। সেজন্য আমাদেরও আর একটু যেন কমফোর্ট থাকে বিশেষ করে আমরা এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। ওগুলোতেও যাতে একটু ভালো করে নিরাপত্তা থাকে, সেজন্য। সাইবার সিকিউরিটিটাতো জেনারেল একটি কনসেপ্ট।’

এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টারের নিরাপত্তা বাড়ানো ছাড়াও সাবমেরিন ক্যাবল ইস্যুতেও মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু স্ট্রংলি দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের নেক্সট যে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও কুইকলি কাজ করা হয়।’

গ্যাস পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পাইপলাইনগুলো আরও তাড়াতাড়ি করতে বলা হয়েছে, যাতে গ্যাস এবং ফুয়েল পাইপলাইনের মাধ্যমে দেওয়া যায়। তাহলে সিস্টেম লসসহ অন্যান্য লস যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড- এগুলো কমে আসবে, অ্যাফেক্টিভিটি বাড়বে। সেজন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অনেক জায়গায় পাইপলাইন বসানোর কাজ চলছে। এগুলো খুব কুইকলি কাজ করে সাপ্লাইটা যেন পাইপলাইনের মাধ্যমে যথাসম্ভব বিশেষ করে মেজর সাপ্লাইগুলো যেন আনা হয়। কারণ ইন্ডিভিজুয়ালি সব জায়গায় পাইপলাইন দেওয়া সম্ভব হবে না। গ্রিডলাইনের মতো। গ্রিডলাইন যেমন মেজর জায়গায় যাচ্ছে ওরকম পাইপলাইনও মেজর জায়গায় নিয়ে গেলে, যেমন ধরুন ঢাকা থেকে পাইপলাইন দিয়ে গ্যাস যাচ্ছে সব জায়গায়। এটার খরচ তো স্বাভাবিকভাবেই কম। এজন্যই পাইপলাইন খুব কুইকলি করার জন্য বলা হয়েছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top