নিজস্ব প্রতিবেদক…
North Western University Entrepreneurship Centre আয়োজিত উদ্যোক্তা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত এক সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন -০১ এ এই অনুষ্ঠানে MELBU প্রজেক্টের আওতাধীন যে সকল শিক্ষার্থী জার্মানি তে সামার স্কুলে অংশগ্রহণ করে ; তারা তাদের অর্জন এবং অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন এবং উৎসাহ প্রদান করেন। বক্তারা এ সময় বিজনেজ প্লান, ক্যানভাস মডেল, ভ্যালু প্রপোজিশন সহ বিজনেস আইডিয়ার বিভিন্ন দিক বর্ণনা করেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের আ্হাসান আহমেদ, লামিসা তাবাসসুম এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের নুসরাত জাহান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক শেখ মাহরুফুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বৃন্দ।