নিজস্ব প্রতিবেদক…….
ট্রেন যাত্রীর ফেলে যাওয়া ল্যাপটপ ও টাকা উদ্ধার করেছে খুলনা রেলওয়ে পুলিশ। উদ্ধার করা ল্যাপটপ ও টাকা মালিক মো. রেজাউল করিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা মো. খবীর উদ্দিন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ৪ নভেম্বর খুলনগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মো. রেজাউল করিম একটি ল্যাপটপ ও নগদ ৫০ হাজার টাকাসহ একটি ব্যাগ ভুলে ট্রেনে রেখে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নেমে যায়। পরে তিনি ট্রেনের নিরাপত্তা ডিউটিতে থাকা এএসআই মো. আবুল কালাম আজাদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে বিষয়টি জানান।
এএসআই মো. আবুল কালাম আজাদ তাৎক্ষণিক ল্যাপটপ ও টাকা উদ্ধার করে নিজের হেফাজতে নেন এবং খুলনা রেলওয়ে থানাতে বিষয়টি জানান। যাত্রী মো. রেজাউল করিমকে মালামাল উদ্ধারের বিষয়ে জানানো হয়। পরবর্তীতে খুলনা রেলওয়ে পুলিশ সুপারের নির্দেশে আমরা উদ্ধার করা মালামাল মালিকের কাছে হস্তান্তর করি।