নিজস্ব প্রতিবেদক…
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও সায়েন্স এন্ড টেকনোলোজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে শেখ রাসেলের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে শেখ রাসেলের পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের কথা তুলে ধরেন। একাত্তরের ১৫ আগস্ট শেখ রাসেলসহ নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল মোমিন নোমানী।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শেখ রাসেলের জন্মদিন পালন
